অনলাইন ডেস্ক
একটি গ্রামে এক রাখাল বালক রোজ গরু চড়াতে জঙ্গলের দিকে যেত। একদিন তার মাথায় একটি ফন্দি আসে গ্রামের অন্যসব চাষিদের বোকা বানানোর। সে জোরে জোরে চিৎকার করে শুরু করে, “বাঁচাও! বাঁচাও! আমাকে বাঘ তাড়া করেছে!” চিৎকার শুনে গ্রামের সব লোক তাকে বাঁচাতে গিয়ে দেখে যে সে শুধুমাত্র তাদের বোকা বানাচ্ছিল। সকলে খুব রেগে গিয়ে তাকে বকাবকি করে চলে যায়।
পরের দিন আবার সে একই ঘটনা পুনরায় করে বসে। গ্রামের লোকেরা আবার তাকে বাঁচাতে গিয়ে দেখে রাখাল বালক একই রকম ভাবে তাদের বোকা বানিয়েছে। তারা এতটাই রেগে যায় যে আর কোনোদিন তাকে বিশ্বাস না করার কথা বলে সেখান থেকে চলে যায়।
পরের দিন সত্যিই হঠাৎ করে একটি বাঘ তাকে তাড়া করে। রাখাল জোরে জোরে চিৎকার করে, “বাঁচাও! বাঁচাও! আমাকে বাঘ তাড়া করেছে!” গ্রামের লোকেরা তার ডাক শুনে মনে করে যে সে আজও তাদের বোকা বানানোর চেষ্টা করছে। এই ভেবে তারা কেউ আর তার ডাকে ছুটে যায়না, ও অবশেষে রাখাল সেই বাঘের খপ্পরে পরে।
নৈতিক শিক্ষা: একজন মিথ্যাবাদী মানুষকে কেউ বিশ্বাস করেনা। মিথ্যা কথা বললে তা সম্পর্কে বিশ্বাসের ঘাটতি বয়ে আনে।
Discussion about this post