স্যামসাং ঘোষণা করল সুলভ মূল্যের গ্যালাক্সি এম২১ স্মার্টফোন। গতবছরের গ্যালাক্সি এম২০ এর উত্তরসূরী হিসেবে শাওমি, অপো, রিয়েলমি প্রভৃতি বাজেট ব্র্যান্ডের সাথে লড়াই করার জন্য স্যামসাং তাদের এম সিরিজের স্মার্টফোনগুলো ডিজাইন করছে। গ্যালাক্সি এম২০ থেকে এম২১ এর হার্ডওয়্যারে বেশ কিছু উন্নয়ন এসেছে।
গ্যালাক্সি এম২১ এর পিছনে তিনটি ক্যামেরা লেন্স (৪৮+৮+৫ মেগাপিক্সেল) রয়েছে। সামনের দিকে দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডিভাইসটিতে স্যামসাংয়ের এক্সাইনস ৯৬১১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির ৪জিবি/৬৪জিবি এবং ৬জিবি/১২৮জিবি ভ্যারিয়েশন থাকছে।
গ্যালাক্সি এম২১ চলবে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে। ৫১২জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে এতে।
আর হ্যাঁ, স্যামসাংয়ের এই সুলভ ফোনটিতে আরও পাবেন ৬.৪ ইঞ্চি ১০৮০পি ওএলইডি স্ক্রিন, ওয়াটারড্রপ নচ, ইউএসবি সি পোর্ট। এর পেছনের দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। আরও থাকছে ৬০০০ এমএএইচ বিশাল ধারণ ক্ষমতার ব্যাটারি!
২৩ মার্চ থেকে ভারতে বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এম২১ ফোন। ফোনটির দাম শুরু হবে ১৩ হাজার রূপি থেকে।
Discussion about this post