আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, আদিবাসী নেতা সিমন দেশটির হেড অব স্টেট রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন।দীর্ঘদিন ধরে কানাডার উত্তরাঞ্চলের অধিকারবঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের জন্য সংগ্রাম করে আসছেন সাবেক কূটনীতিক ও আইনজীবী সিমন।
গত দুই মাস ধরে কানাডার একের পর একে প্রাচীন আদিবাসী স্কুলে কয়েকশ’ গণকবরের সন্ধান মেলাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই গভর্নর জেনারেল নিয়োগ পেলেন এ আদিবাসী নেতা।
ছয় মাস আগে দেশটির গুরুত্বপূর্ণ ওই পদ থেকে সরে দাঁড়ান জুলি পায়েত। এ শূন্য পদে ম্যারি সিমনকে দায়িত্ব দিলেন ট্রুডো। তিনি ডেনমার্কে কানাডার রাষ্ট্রদূত এবং কানাডার জাতীয় আদিবাসী পরিষদ ইনুইত তাপিরিটি কানাতামির প্রেসিডেন্ট ছিলেন।
জানা গেছে, ১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে পরিচালিত হতো ১৩০টিরও বেশি আবাসিক স্কুল। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করত। স্কুলে শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল।
গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পুরনো আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। পরের মাসে সাসকাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাসিক স্কুলে মেলে ৭৫১টি কোনও চিহ্ন না থাকা কবর।
এসব কবরের সন্ধান পাওয়ার ঘটনাকে ভয়াবহ আবিষ্কার আখ্যা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এসব ঘটনার মধ্যে দিয়ে জানা যাচ্ছে কানাডার আদিবাসী জনগণের নিপীড়িত হওয়ার ইতিহাস। গণকবরের সন্ধানের খবরে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। এমন পরিস্থিতির মধ্যেই আদিবাসী নেতাকে কানাডার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।
Discussion about this post