প্রযুক্তি ডেস্ক
অবশেষে ডিসপ্লের নিচে ক্যামেরা নিয়ে উন্মোচিত হতে যাচ্ছে এমআই মিক্স ৪। তবে সবচেয়ে বিষ্ময়কর হলো আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি অদৃশ্য অবস্থায় থাকবে।
যখন ক্যামেরাটি চালু থাকবে না তখন খালি চোখে ক্যামেরাটি দেখা যাবে না। যদিও সম্প্রতি শোনা গিয়েছিলো, নতুন এই ফোনটির রেজ্যুলেশন ১০৮০ পিক্সেলে সীমাবদ্ধ থাকবে। আর এই প্যানেল সরবরাহ করবে হুয়াজিং অপ্টোইলেকট্রানিক্স।
এমআই মিক্স ৪ স্মার্টফোনে ডুয়াল-কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হবে। কোয়াড-কার্ভ ডিসপ্লে ডিজাইনের প্যাটেন্ট থাকলেও মূলত খরচ কমাতে ডুয়াল-কার্ভ ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
এই ফোনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর পিছনে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে। সম্প্রতি প্রকাশিত এক রেন্ডারে এমনই ছবি দেখা গেছে। তবে বাস্তবিকভাবে ফোনটি কেমন হবে এবং কী থাকবে সেটি জানতে অপেক্ষা করতে হবে ১৩ আগস্ট পর্যন্ত।
Discussion about this post