নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকায় অবস্থানরত জবি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বিভাগীয় শহরে পৌঁছে দেবে । বৃহস্পতিবার (৮ জুলাই) প্রক্টর মোস্তফা কামাল ও ছাত্র কল্যাণ পরিচালক আব্দুল্লাহ বাকী স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ), জবি বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
আরও বলা হয়, কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধানের ই-মেইলে সফটকপি পাঠাতে হবে।
আবেদনপত্র জমাদানের স্থান:
প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ) অফিস; সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিনসহ)। আগামী ১৩/০৭/২০২১, মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত জমা দিতে হবে।
যেসব কাগজপত্র লাগবে:
ক্ৰমিক নং, ছাত্র-ছাত্রীর নাম, অধ্যয়নরত আইডি/রোল নং, ব্যাচ/সেশন, বর্তমানে, গন্তব্য জেলার বিভাগের নাম অধ্যয়নরত সেমিস্টার।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস। যে সকল শিক্ষার্থীরা বাসে যাবে, ১৩ তারিখ পর্যন্ত তাদের আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে প্রক্টর অফিস বরাবর।
যারা সশরীরে আবেদন করতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন করবে। ১৩ তারিখ আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাত অনুসারে বাস দেয়া হবে।
Discussion about this post