পুরনো মন্জুরি
শাহিন আখতার
রামসাগরের শীতল জলে,
ভাসালে কে কলার ভেলা?
ওকি এ কালের লখিন্দর?
পাড়ে বসে কাঁদে কি বেহুলা সুন্দরী?
এ তো দেখি বড় জ্বালা!
নতুন করে
বাজে কেন পুরনো মন্জুরি!
ধূসর ব্যানার
তানিয়া হাসান
ঘুমন্ত স্কেচখাতার পাশে অন্ধ আড়ষ্ট আঙুল
বুনছে স্বপ্নের তাঁত!
পাহাড় টপকিয়ে সমুদ্রের লিরিক ঢেউগুলো
ফেনার দাঁত খুঁটে খায় কাঁচা সম্ভ্রম
অহমের স্থানত্যাগ
শোষিত নির্জনতায় সুগন্ধি গুহার মাঝে
একঝাঁক মাছি ধূসর ব্যানারে দেখে অসম্মত চাঁদ
অন্ধকারের মতো এক শূন্যতা দিয়ে শুরু। হুম,
এরপর খালি ঘুরছি আর ঘুরছি। কিছু দূরে
গিয়ে অন্ধকার থেকে শুধু আলো দেখি। তারপর
অন্ধকার? শুধু অন্ধকার? আমার ঘোলাটে এই
চোখকে আবার স্থির করে আলোর ফোয়ারা।
কিন্তু কোথাও কোনও জীবন-হদিস নেই। অবিরাম
উল্টোদিকে দূরপানে হারিয়ে যাচ্ছি। অগ্রগতির
সাথে চিরকালীন এ-ডাক সুস্পষ্ট হয়ে উঠছে,
চিত্রটির বিকৃত ধাঁধার টুকরো থেকে কি স্পষ্ট
হচ্ছে? দূষিত জীবন পার করে গোপনে গোপনে
কোনো এক পবিত্রতার পথে মিশে! অন্তহীন সে
যাত্রায় কী অপেক্ষা করছে? শূন্য ও অন্ধকারের
সেই গল্প শুনতে, জানতে মন চাই, লেবিরিন্থ!
Discussion about this post