নিজস্ব প্রতিবেদক
হাঙ্গেরি সরকার বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য মনোনয়ন দিয়েছে । রবিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাঙ্গেরি সরকার ২০২১-২০২২ সালে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের ৯৬ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে। শিক্ষার্থীদের দুই বছর মেয়াদী এই উচ্চশিক্ষার সব ব্যয় বহন করবে হাঙ্গেরি সরকার।
এর আগে, গত ৩০ জুন (বুধবার) বুদাপেস্টে বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চুক্তির আওতায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ থেকে বার্ষিক ১৩০ জন শিক্ষার্থী হাঙ্গেরিতে পূর্ণ বৃত্তি সহকারে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবে।
নিচে শিক্ষার্থীদের তালিকা দেয়া হলো-
Discussion about this post