শিক্ষার আলো ডেস্ক
অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ ঘোষণা করেছে । এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। ২০২১ সালের জন্য শিক্ষার্থীদের বৃত্তিটি দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের চলতি মাসের ৩১ জুলাইয়ের মধ্যেই আবেদন করতে হবে।
অনুষদসমূহ
* স্বাস্থ্য অনুষদ,
* কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয়।
* বিজ্ঞান, প্রকৌশল এবং পরিবেশ।
* ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস।
* ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা এবং উদ্ভাবন।
* ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট।
সুযোগ সুবিধাসমূহ: ডেকিন বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদান করবে
* আন্তঃদেশীয় এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১৫০০ ডলারের এর স্থানান্তর ভাতা।
* টিউশন ফি মওকুফ।
* বছরে ২৭,৫৯৬ বা ২৮,০৯২ ডলার ভাতা।
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য কভারেজ।
আবেদনের যোগ্যতা
* অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।
* শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে।
* প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনও বৃত্তি বা পুরষ্কার গ্রহণ করতে পারবে না।
* প্রয়োজনীয়তা এবং আরও তথ্যের জন্য আবেদনকারীর গবেষণা ডিগ্রি প্রবেশের পথের পৃষ্ঠাটি উল্লেখ করা উচিত।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ অন্যান্য দেশ।
আবেদনের শেষ তারিখ: জুলাই ৩১, ২০২১
আবেদন পদ্ধতি: আবেদন করতে এখানে ক্লিক করুন
Discussion about this post