নিজস্ব প্রতিবেদক
করোনার টিকার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থীর এনআইডি আছে তারা এনআইডি সংযুক্ত করে নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং আবাসিক/অনাবাসিক কিনা তা উল্লেখ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের ইমেইল আইডিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।
“আর যেসকল শিক্ষার্থীর এনআইডি নেই তাদেরকে নির্বাচন কমিশনের ওয়েব https://services.nidw.gov.bd/new_voter লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে অনলাইনে পূরণকৃত ফর্মটি প্রিন্ট করে প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এনআইডি পাওয়ার পর তাদেরকেও ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগীয় প্রধানের নিকট তথ্য প্রেরণ করতে হবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগীয় প্রধানগণ সকল শিক্ষার্থীর তালিকা তৈরি করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করবেন। রেজিস্ট্রার দপ্তর বিভাগসমূহ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী দ্রুততম সময়ে শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির ব্যবস্থা করবে।
Discussion about this post