নিজস্ব প্রতিবেদক
করোনার উদ্ভূত পরিস্থিতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পুন:নির্ধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পরে বিভিন্ন ইউনিটের পুন:নির্ধারিত তারিখ বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে সাম্প্রতিক দেশব্যাপী করোনা সংক্রমনের উর্ধ্বমুখী বিস্তারের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই হতে ১৪ আগস্ট এর পরিবর্তে যথাক্রমে ১, ২, ২২,২৩ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া ১১ সেপ্টেম্বর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
Discussion about this post