ক্যারিয়ার ডেস্ক
দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমেই ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে পিএসসি এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন-
১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।
আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন। ওইদিন সকাল ১০টা থেকে এই আবেদন চলবে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই অ্যানেস্থেসিওলজি পদে অনেক জনবল শূন্য। এ কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সরকারি হাসপাতালগুলোকে।
এর মধ্যে করোনাকালে সারা দেশে সিসিইউ ও আইসিইউতে রোগীর চাপ আগের চেয়ে অনেক বেশি। ফলে শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।
Discussion about this post