খেলাধূলা ডেস্ক
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না রজার ফেদেরারের। কারণ উইম্বলডনের সেমিফাইনালে সরাসরি সেটে হারতে হয়েছে, তাও ক্যারিয়ারে প্রথমবার। এবার আসন্ন টোকিও অলিম্পিকেও খেলা হচ্ছে না তার। চোটের কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম এই জয়ী সুইস তারকা।
গত বছর হাঁটুতে তিনটি অস্ত্রোপচার করতে হয়েছিল ফেদেরারের। তাই বছরের পুরোটা সময়জুড়ে থাকতে হয়েছে কোর্টের বাইরে। এবারও ভুগছেন সেই হাঁটুর চোটে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা ফেদেরার তাই অলিম্পিক খেলতে না পেরে ভীষণ হতাশ, ‘হাটুর চোটের কারণে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে। আমি অনেকটাই হতাশ। দেশের হয়ে অলিম্পিক খেলাটা সম্মানের। এরইমধ্যে নিজেকে আগের রুপে ফিরে পাওয়ার প্রক্রিয়াতে আছি। আশা করছি, আগামী গ্রীষ্মে আবার ফিরবো। ’
ফেদেরার ২০০৮ সালে স্তান ভাভরিঙ্কার সঙ্গে জুটি বেঁধে বেইজিং অলিম্পিক ডাবলসে সোনা জিতেছিলেন। আর ২০১২ অলিম্পিকে এককের ফাইনালে অ্যান্ডি মারের কাছে হেরে রুপা পেতে হয়েছিল।
Discussion about this post