খেলাধূলা ডেস্ক
২২০ রানের বড় ব্যবধানে জিতে ফুরফুরে মেজাজে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। পুরো দল উজ্জীবিত। ওয়ানডেতেও সাফল্য পেতে চলছে পুরোদমে প্রস্তুতি।
এর মধ্যে আজ দুপুরে হঠাৎ খবর, বুধবারই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহীম। খেলবেন না তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। হারারে থেকে জানানো হয়েছে এ তথ্য। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আজ (বুধবার) রাতেই দেশে ফিরে আসছেন মুশফিক।
হারারেতে টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছ থেকে জানা যায় , ‘যেহেতু মুশফিকুর রহীম নিজে থেকে কারণ ব্যাখ্যা করেননি, তাই আমাদের যেচে কারণ না বলাই যুক্তিযুক্ত।’
মুশফিকের পারিবারিক সমস্যা এবং বাবা-মার অসুস্থতার ইঙ্গিতই দেন ববি। যদিও সমস্যাটা আসলে কী, খোলাসা করে বলতে রাজি হননি জিম্বাবুয়ে সফরে টাইগারদের টিম লিডার।
Discussion about this post