আন্তর্জাতিক ডেস্ক
২০৫০ সালের মধ্যেই কার্বন নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্যে জলবায়ু পরিবর্তন আইনে সংস্কারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন( ইইউ)।
আগামী ২০ বছরের মধ্যে বিমানের জ্বালানিতে কর বসানো, কার্যকরভাবে পেট্রোল বিক্রয় বন্ধ এবং ডিজেল চালিত গাড়ি বিক্রয় নিষিদ্ধ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বুধবারের একাধিক প্রস্তাবে জোটের ২৭টি দেশ এবং ইইউ’র পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। তবে এই প্রস্তাবগুলো নিয়ে আগামী কয়েক মাস আলোচনা চলবে বলেও জানা গেছে।
এ নিয়ে ইউরোপীয় কমিশনে নিজেদের মধ্যে কোন্দালের খবর পাওয়া গেছে। বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেছেন, ‘আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ পথ বেছে নিতে পারি আমরা’।
তিনি আরও বলেন, ‘এই পরিকল্পনার সুফল শুধু আমাদের জন্য নয়, আমাদের সন্তান, নাতি ছাড়াও সামনে যারা আসবে তাদের কথা চিন্তা করেই মঙ্গলজনক কিছু করতে হবে। আর এর নেতৃত্ব দিতে ইউরোপ প্রস্তুত’।
২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ১৯৯৯ সালের তুলনায় কমপক্ষে ৫৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করার চেষ্টা চলছে। শুধু যানবাহনের ক্ষেত্রে জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ করলেই চলবে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার উপরও নির্ভর করলে চলবে না জানায় ইইউ। এই বিশাল চ্যালেঞ্জের দায়দায়িত্ব ও ব্যয়ভার নিয়েও আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এদিন আরও বেশ কিছু পদক্ষেপের অগ্রগতির কথা জানায় সংস্থাটি।
Discussion about this post