খেলাধূলা ডেস্ক
ব্যক্তিগত কারণিই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে না এলে ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাটিং করতেন মুশফিকুর রহিম। গত কয়েক বছর এই পজিশনেই বেশি ব্যাট করেছেন তিনি। মুশফিক না থাকায় পজিশনে প্রমোশন পেয়ে চারে নামলেন মোহাম্মদ মিঠুন। তবে এই উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব পূরণ করতে পারলেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারের প্রথম ওয়ানডেতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও মিঠুন লম্বা করতে পারেননি ইনিংস। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। টেন্ডাই চাতারার বল তার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে জমা পড়ে।
মিঠুনের বিদায়ে বাংলাদেশের চাপ আরও বাড়লো। ৫৭ রান তুলতে স্বাগতিকরা হারালো তৃতীয় উইকেট। তার আগে সুবিধা করতে পারেননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। টপ অর্ডারের ব্যর্থতায় ১৫ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৬২।
চাপ নিয়ে খেলতে একেবারেই পছন্দ না সাকিব আল হাসানের। তাই তামিম ইকবাল দ্রুত আউট হওয়ার পরই স্বভাবসুলভ ব্যাটিংয়ে করেন শুরু। তবে পরিস্থিতির দাবি না মিটিয়ে একটু যেন বেশিই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন তিনি। আর সেটাই কাল হলো তার!
আউট হয়ে গেছেন সাকিব। তার ব্যাট রানে ফেরার ইঙ্গিত দিলেও বেশিদূর যেতে পারেননি। ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনিও। আগের ওভারের শেষ বলে জোরে ব্যাট চালিয়েছিলেন, বলে না লাগায় ক্ষোভও ঝারেন শূন্যে ব্যাট আঘাত করে। ওই ওভারের শেষে নতুন ওভারে নিজের মুখোমুখি প্রথম বলে আবারও শট খেললেন, এবার ধরা পড়লেন কভারে।
ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়েছেন সাকিব। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কভারে ক্যাচ দেন রায়ান বার্লের হাতে। ২৫ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারিতে।
সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। স্কোর ১২ ওভারে ২ উইকেটে ৪৭।
তামিম ইকবাল নিজেই বলেছিলেন, হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে প্রথম এক ঘণ্টা হবে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। তো টস হেরে ব্যাটিংয়ে নামার পর থেকে কথার মতোই সংগ্রাম করতে থাকেন তিনি। তবে সেটা কাটিয়ে উঠতে পারলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তামিম। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়া আগে প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্লেসিং মুজারাবানির লাফিয়ে ওঠা বেশ বাইরের বল কাট করতে চেয়েছিলেন তামিম। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে। তিনি যখন আউট হন ২.১ ওভার খেলা হলেও বাংলাদেশের স্কোরের ঘর ছিল শূন্য।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সফরকারীদের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৩ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, টিমাইসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংউই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।
Discussion about this post