হার্টবিট ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (১৭ জুলাই) ঢাবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী এ বিষয়ে বলেন, ‘ছেলে-মেয়েরা কঠোর লকডাউনে বাসায় গিয়ে যাতে হতাশা অনুভব না করে। এজন্য সকল কলেজের অধ্যক্ষদের সাথে যোগাযোগ করে রুটিন দিয়ে দিলাম। ’
তিনি আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে এই রুটিন পরিবর্তন করা হতে পারে।
এদিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করে, এই রুটিন পরিবর্তন করা হতে পারে।
আগামী ৮ আগস্ট থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৭ আগস্ট পর্যন্ত চলবে।
প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।
এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২১ আগস্ট এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।
আদেশের অনুলিপি অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
Discussion about this post