ক্রীড়া ডেস্ক
নতুন এক উচ্চতায় পৌঁছুলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই পেয়ে গেলেন অন্যরকম এক ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে দুইশটি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়লেন এই অলরাউন্ডার।
২০০৭ সালে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে দিয়েই বাংলাদেশে হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই মাহমুদউল্লাহ। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উতরায় পাড়ি দিয়েছেন রিয়াদ। তার আগে দুইশ ওয়ানডে ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন আরও ৪ বাংলাদেশি ক্রিকেটার।
ওয়ানডেতে তালিকার শীর্ষে মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ২২৭ ম্যাচ। মাশরাফি বিন মর্তুজা আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২২০টি। তবে বাংলাদেশের জার্সিতে তার ম্যাচ ২১৮টি। দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের পক্ষে।
২১৯টি করে ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। দেশের হয়ে খেলার রেকর্ডে মঙ্গলবারই তিনি ছাড়িয়ে গেলেন মাশরাফিকে। তালিকার পরের নাম সাকিব আল হাসানের। তিনি খেলেছেন ২১৪টি ওয়ানডে।
এ পর্যন্ত ১৯৯ ওয়ানডের ক্যারিয়ারে ৪৪৬৯ রান করেছেন মাহমুদউল্লাহ। উইকেট নিয়েছেন ৭৬টি।
Discussion about this post