নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ প্রকট হওয়ায় আগামী আগস্টে অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদের পর পরিস্থিতি বুঝে পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। মঙ্গলবার (২০ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।
তিনি বলেন, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হচ্ছে। রাবিতেও আগামী আগস্টে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মঙ্গলবার এক নির্বাহী আদেশে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঈদের পর বিশ্ববিদ্যালয় খুললে আমরা পরিস্থিতি বুঝে নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবো।’
প্রসঙ্গত, আগামী ১৫, ১৬ ও ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Discussion about this post