শিক্ষার আলো ডেস্ক
‘‘জীবনের আমন্ত্রণে, এসো মিলি প্রাণের উৎসবে”- শ্লোগানকে সমুন্নত রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে জাতীয় জীববিজ্ঞান উৎসব। অনলাইনের মাধ্যমে এ উৎসব উদযাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাব, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই উৎসব।
আজ শুক্রবার (২৩ জুলাই) ক্লাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ আয়োজনের অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে ।
তিনটি ধাপে অনুষ্ঠিত জীববিজ্ঞান অলিম্পিয়াডে নিম্ন পর্যায়ে থাকবে ৭ম-দশম শ্রেণি বা সমমান, মধ্য পর্যায়ে একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনার্স ও মাস্টার্স বা সমমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সনাতনী পদ্ধতিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার নির্ধারিত বিষয়ে গ্রুপ বিতর্ক অনুষ্ঠিত হবে।
উৎসব সমাপনী দিনে পপুলার সায়েন্স টক উইথ আরইউএসসি সেমিনার প্রধান আলোচক হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিজ্ঞানী ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক হাসিনা খান।
Discussion about this post