নিজস্ব প্রতিবেদক
গত ২৩ জুলাই থেকে করোনার ঊর্ধ্বমূখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন শুরু হয়েছে । কঠোর এই লকডাউন শেষ হলে এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ অনলাইনে শুরু হবে। তবে, এখনো ফরম পূরণ শুরুর দিন তারিখ নির্ধারিত হয়নি। শিক্ষা বোর্ডগুলো লকডাউন নিয়ে সরকারের নির্দেশনার অপেক্ষাতে আছে।
শনিবার (২৪ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
তিনি আরও বলেন, যদিও ৫ আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন বলবৎ আছে। আর যদি সেদিন সরকার লকডাউন তুলে দেয় তাহলে আমরা ৭ বা ৮ আগস্ট থেকে ফরম পূরণ শুরুর প্রস্তুতি নিয়ে রাখছি। ফরম পূরণ শুরুর বিষয়টি নির্ভর করছে লকডাউনের ওপর।
গত ১৫ জুলাই এক ভার্চুয়াল ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি জানিয়েছিলেন, আসন্ন ঈদুল আজহার পর এইচএসসি পরীক্ষা ফরম পূরণ অনলাইনে শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। দেশে করোনা সংক্রমণ কমলে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের ৬টি পত্রে পরীক্ষা হবে।
এইচএসসির ফরম পূরণের মোট ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বোর্ড বলছে, বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১ হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফিয়ের সাথে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোন শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও ১৪০ টাকা যোগ হবে।
Discussion about this post