আন্তর্জাতিক ডেস্ক
রীতিমতো প্রচন্ড শীতে কাঁপছে গোটা দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরু থেকে তাপমাত্রা নামতে শুরু করেছে।
দেশটির আবহাওয়া অধিদফতর (এসএইচএস) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ৭০ শতাংশ জনগণ মাইনাস ২ থেকে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবনযাপন করছে।
তাপমাত্রা অতটা কম না হলেও হিমেল বাতাসের কারণে তাপমাত্রা অনুভূত হচ্ছে মাইনাস ১০ ডিগ্রি। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ফ্রি স্টেইট, ওয়েস্টার্ন কেপ, ইস্টার্ন কেপ, পুমালাঙ্গাসহ প্রায় সব প্রদেশ তুষারপাতের কারণে চারপাশ সাদা হয়ে আছে।
শৈত্যপ্রবাহের কারণে শূন্যের অনেক নিচের তাপমাত্রা বোধ হচ্ছে। তবে তীব্র শীতের কারণে এই পর্যন্ত মৃতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৩ সালের পর দক্ষিণ আফ্রিকায় এটি ছিল সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ।
Discussion about this post