অনলাইন ডেস্ক
ইতোমধ্যেই গোটা বিশ্ব জুড়ে ছড়াচ্ছে করোনাভাইরাসের ডেল্টা ধরন (ভ্যারিয়্যান্ট) সংক্রমণ । এরই মধ্যে ব্রিটেনে আরও একটি ধরনের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১।
ব্রিটেনে এখনও পর্যন্ত এই ধরনের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। যদিও দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করা এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এ সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই ধরনের কারণে রোগীরা বেশি অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এ ধরনের সন্ধ্যান পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে।
সূত্র : আনন্দবাজার
Discussion about this post