নিজস্ব প্রতিবেদক
আগস্টের শুরুতে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে লকডাউনের মধ্যেও কাজ করে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমে এসব কথা জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ।
তিনি বলেন, দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের কারণে ৪১তম বিসিএস প্রিলির ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। এর আগে আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিলাম। তবে এখন আবার ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি আগামী সপ্তাহে ৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হয়ে যাবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে মর্মে খবর ছড়ানো হয়। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন পিএসসি’র এই কর্মকর্তা।
Discussion about this post