নিজস্ব প্রতিবেদক
আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়ে হচ্ছে না।
পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েতুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স), এমএসসি ইন অ্যাভিয়েশন সেফটি এন্ড অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এবং এমবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের পূর্বঘোষিত ৭ আগস্ট তারিখের ভর্তি পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। পুননির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে, যা অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.bsmraau.edu.bd/)-এ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) নির্দেশক্রমে এই আদেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়। চলতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে।
Discussion about this post