বিনোদন ডেস্ক
পৃথিবীতে মানুষ তার কৃতকর্মের জন্য অমর হয়ে থাকেন। যুগ-যুগান্তর বেঁচে থাকেন মানুষের মনের মণিকোঠায়। অসামান্য অবদানের কারণে হয়ে ওঠেন কালোত্তীর্ণ। গড়ে ওঠে তাদের ঘিরে জাদুঘর, আর্কাইভ বা সংগ্রহশালা।
ফিরোজা বেগম তেমন-ই এক কিংবদন্তি। যিনি নজরুলসংগীত সাধনায় জীবন উৎসর্গ করেছেন। গভীর উপলব্ধিবোধ নিয়ে তিনি আমৃত্যু গানের চর্চা করে গেছেন। এই কিংবদন্তিকে স্মরণীয় করে রাখতে ডিজিটাল আর্কাইভ গড়েছে এসিআই ফাউন্ডেশন।
যা ফিরোজা বেগমের ৯১তম জন্মবার্ষিকীতে (২৮ জুলাই) উদ্বোধন করা হয়। এর ফলে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে ফিরোজা বেগম আর্কাইভ। যেখানে এই মহান কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের যুগান্তকারী সব সৃষ্টি ও ছবি সংরক্ষিত আছে। যেমন- আত্মজীবনী, পুরস্কারের তালিকা, নজরুলগীতি, কাব্যগীতি, আধুনিক বাংলা গান ও গজল। রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ। টেলিভিশন থেকে রেডিওর সাক্ষাৎকার পেয়ে যাবেন এক ক্লিকে। থাকছে বিভিন্ন বাংলা, ইংরেজি পত্রপত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার, অনুষ্ঠান ও প্রতিবেদন। ফটো গ্যালারিতে রয়েছে ফিরোজা বেগমের একক ছবিসহ পারিবারিক জীবন, সংগীতজীবন ও বিভিন্ন দিকপালদের সঙ্গে ছবি।
এর পাশাপাশি রয়েছে ফিরোজা বেগমের হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্রসহ অনেক কিছু। আছে তার স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী, গানের খাতার প্রতিলিপি, পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান ও ছবি।
শিল্পী ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা বলেন, ‘ফিরোজা বেগমের ঐশ্বরিক কণ্ঠ এবং তার একাগ্র সাধনায় নজরুলসংগীত এই উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। আমি অনুরোধ করছি, কারও কাছে যদি এই শিল্পীর কোনও স্মৃতিচিহ্ন থাকে, তা যদি আমাদের কাছে হস্তান্তর করেন, আমরা সম্মানের সাথে এই আর্কাইভে সেটি সংরক্ষণ করবো। এটি একটি অলাভজনক উদ্যোগ। তাই সবার সহযোগিতা নিয়েই কাজটি এগিয়ে নিতে চাই।’
জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশা প্রকাশ করেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী প্রজন্মের শিল্পীরা জানতে পারবে, শিখতে পারবে, গবেষণা করতে পারবে।
জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী শাফিন আহমেদ তার মা ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণ করেন।
ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী ফিরোজা বেগমকে স্মরণ করেন। শিল্পী অনুপ ঘোষাল তার অভিব্যক্তি তুলে ধরেন। বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন আসাদুজ্জামান নূর এমপি ও সম্পাদক মতিউর রহমান। এছাড়াও বক্তব্য দিয়েছেন শিল্পী মোস্তফা মনোয়ার ও ফেরদৌসী রহমান।
এই অনুষ্ঠানের উদ্যোগ নেন ফিরোজা বেগমের ভাতিজি কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস।
আর্কাইভ দেখতে হলে এখানে ক্লিক করুন
Discussion about this post