অনলাইন ডেস্ক
অতিমারির সামাজিক দূরত্বকে জয় করে জ্ঞানের রাজ্যে অবগাহনের নিমিত্তে ডিজিটাল সুযোগ তৈরি করতে যাচ্ছে আইসিটি বিভাগ। আর এই উদ্যোগের শুরুতেই ডিজিটাল প্লাটফর্মে আসতে যাচ্ছে দেশের ৭১টি সরকারি ও ২টি বেসরকারি গ্রন্থাগার।
অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গ্রন্থাগারগুলো পরিণত হতে যাচ্ছে ই-লাইব্রেরিতে। আগামী বছরের জুন নাগাদ আলোর মুখ দেখবে এই উদ্যোগ।
রবিবার রাতে আইসিটি বিভাগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে ভার্চুয়াল আন্তঃবৈঠকে পর্যালোচনা করা হয়েছে নতুন এই উদ্যোগ বাস্তবায়নের রূপরেখা।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মাদ এনামুল কবিরসহ তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়েছে, প্রতিটি লাইব্রেরির জন্য থাকছে স্বতন্ত্র্য লাইব্রেরি ব্যবস্থাপনার ডিজিটাল পদ্ধতি যেখানে থরে থরে সাজানো থাকবে ই-বুক। থাকছে স্বতন্ত্র শিশু ও মুজিব কর্নার। প্রতিটি ই-লাব্রেরি এমন ভাবে সাজানো হচ্ছে যাতে পিসি ছাড়াও সব ধরনের মোবাইল থেকেই যেনো স্বাচ্ছন্দে গ্রন্থাগারে ভার্চুয়াল প্রবেশের মাধ্যমে পছন্দের বই পড়তে পারেন পাঠক।
ল্যান নেটওয়ার্কে সংযুক্ত করে লাইব্রেরিগুলোকে ডিজিটাল রূপান্তরে প্রাঙ্গন জুড়ে তারহীন প্রযুক্তির ইন্টারনেট সংযোগ, আইপিফোন, বিভাগীয় গ্রন্থাগারগুলোর জন্য আরএফআইডি প্রযুক্তির ব্যবস্থা করবে আইসিটি বিভাগ।
Discussion about this post