প্রযুক্তি ডেস্ক
গুগল তাদের পিক্সেল ফোনে নিজস্ব নকশার প্রসেসর আনা নিয়ে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো স্মার্টফোনে নিজস্ব প্রসেসর ব্যবহার করা হবে। আর এই প্রসেসরের নাম ‘টেনসর’। তবে তার আগে উন্মোচিত হতে যাওয়া পিক্সেল ৫এ ফোনে কোয়ালকমের প্রসেসর ব্যবহৃত হবে।
ব্লগ পোস্টে বলা হয়, বর্তমানে মানুষ কীভাবে স্মার্টফোন ব্যবহার করে এবং আগামীতে কীভাবে ব্যবহার করবে সেটির উপর ভিত্তি করে টেনসর প্রসেসর ডিজাইন করা হয়েছে। শুধু কৃত্রিম বৃদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার নয়, এর মাধ্যমে ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দিতে কাজ করছে গুগল।
ধারণা করা হচ্ছে, টেনসর প্রসেসর নিয়ে ফোন বাজারে আসার আগেই এ বিষয়ে আরও বিস্তারিত জানাবে গুগল।
গুগলের নিজস্ব প্রসেসর আনার এই খবরের পর শেয়ারবাজারে ইতিমধ্যেই চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের দরপতন হয়েছে। বর্তমানে স্মার্টফোনের জন্য ওয়্যারলেস চিপ নির্মানে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠান কোয়ালকম। ১৫ বছরেরও বেশি সময় ধরে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কোয়ালকমের প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে।
Discussion about this post