অনলাইন ডেস্ক
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৪ আগস্ট) রাতে পৃথক অভিনন্দন বার্তায় টাইগারদের প্রতিটি সদস্যকে বিজয়ের শুভেচ্ছা জানান তাঁরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আশা করেন, জয়ের এ ধারা আগামীতেও অব্যাহত রাখবে ক্রিকেট দল।
এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ এর ক্রান্তিকালে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
Discussion about this post