নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ ম্যুরাল উন্মোচন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ড. শিরীণ আখতার বলেন, এ মহিয়ষী রমণী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণর কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যুগিয়েছেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন।
এ সময় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা (আঁখি), আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গমাতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Discussion about this post