আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণকারীদের চলাচলে শিথিলতা ঘোষণা করেছে মালয়েশিয়া। তবে কেবল টিকার দুই ডোজ নেয়া ব্যক্তিরাই এর সুফল পাবেন। রোববার (৮ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন টেলিভিশনে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনা সংক্রমণ জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে জনগণের জীবন-জীবিকার ভারসাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা করা দরকার সরকার তাই করছে।
মুহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনা সংক্রমণরোধে দুই ডোজ টিকা গ্রহণকারী নাগরিকদের রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি এবং আন্তঃজেলা ও আন্তঃরাজ্যে চলাচলে শিথিলতা আনা হয়েছে। এছাড়া মসজিদে নামাজ আদায়সহ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে শারীরিক ব্যায়াম এবং খেলাধুলার অনুমতি থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিবাহিত দম্পতি যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তারা একে অপরের সঙ্গে দেখা করার জন্য আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ভ্রমণ করতে পারবেন। যেসব বাবা-মাকে টিকা দেয়া হয়েছে, তারা তাদের ১৮ বছরের কম বয়সী সন্তানদের সঙ্গে দেখা করতে জেলা ও রাজ্য অতিক্রম করতে পারবেন।
তবে দেশটির কুয়ালালামপুর, সেলাংগর, নেগরি সেমবিলান, কেদাহ, জোহর, মালাক্কা এবং পুত্রজায়া ছাড়া বাকি সব রাজ্য ন্যাশনাল রিকভারি প্ল্যানের দ্বিতীয় ধাপের লকডাউনের আওতায় রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকা, সিনোভ্যাক, ফাইজার, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার ১৪ দিন পর এই শিথিলতা প্রযোজ্য হবে। অন্যদিকে জনসন অ্যান্ড জনসন বা ক্যানসিনোর টিকা নেয়ার ২৮ দিন পরে লোকজন এর আওতায় আসবে এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশের সময় অবশ্যই তাদের টিকার সনদ দেখাতে হবে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৭৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৬২ হাজার ৫৪০। তার মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ ২৬ হাজার ৩৯৮ জন।
Discussion about this post