আন্তর্জাতিক ডেস্ক
এবার প্রথমবারের মতো জাপানে ধরা পড়ল করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট। এটি এর আগে পেরুতে শনাক্ত হয়। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। জাপান টাইমস এ তথ্য জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩০ বছরের একজন নারী এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। গত ২০ জুলাই পেরু থেকে জাপানের হানেদা বিমানবন্দরে পৌঁছান তিনি। তবে সে সময় তার শরীরে কোভিডের কোনো উপসর্গ ছিল না।
দেশটির সংক্রামক রোগ বিষয়ক ন্যাশনাল ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে, কোভিডের ‘ল্যামডা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ওই নারী।
তাদের তথ্য অনুযায়ী, করোনার এই ধরন প্রথম পেরুতে শনাক্ত হয় গত বছর আগস্টের দিকে। পরে এটি দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে।
এটি করোনার অন্য ধরনের মতোই শক্তিশালী বলা হলেও বিস্তারিত এখনো কিছু জানানো হয়নি।
এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে গোটা বিশ্ব। বিশেষ করে এশিয়ার দেশগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এই ভ্যারিয়েন্টের জন্য। থাইল্যান্ডেও ছড়িয়েছে ডেল্টা। চরম খারাপ পরিস্থিতিতে পড়েছে দেশটি।
Discussion about this post