অনলাইন ডেস্ক
আজ ৯ আগস্ট আদিবাসি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন,আদিবাসি তরুণ-তরুণীদেরও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এ অনুষ্ঠানে নাটোরের সিংড়া উপজেলার আদিবাসি তরুণ-তরুণীরা অংশ নেন।
আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং থেকে প্রশিক্ষণ গ্রহণসহ অন্যান্য প্রকল্প থেকে প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে আদিবাসি তরুণ-তরুণীদের উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার হওয়ারও আহ্বান জানান পলক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, সিংড়ায় হাইটেক পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসি শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী আশ্রয়হীন আদিবাসিদের জন্য ঘর নির্মাণসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন।
Discussion about this post