নিজস্ব প্রতিবেদক
শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি) নিয়োগের জন্য ভাইভার সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ আগস্ট আবেদনকারী যোগ্যপ্রার্থীদের মৌখিক পরীক্ষা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্যপ্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া জন্য গত ১৩ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়সসীমা ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।
Discussion about this post