তানভীর পিয়াল
বর্ষায় মশার উপদ্রপ বেড়ে যাওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় মশকনিধন অভিযান পরিচালনা করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন পুরো আবাসিক এলাকায় এডিসসহ অন্যান্য প্রজাতির মশা জন্মাতে পারে এমন স্থানগুলোতে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিয়েছে ইডিইউর পরিচ্ছন্নতা কর্মীরা। আজ ১১ আগস্ট বুধবার সকাল ১১টায় দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপে আমাদের জীবন ইতোমধ্যে দুর্বিসহ। প্রতিদিনই প্রাণহানী ঘটছে এ বৈশ্বিক মহামারীতে। এর মাঝে নতুন করে ভীতির সঞ্চার করছে ডেঙ্গু। জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার প্রজনন ঘটে। তাই কোনোভাবেই যেন ডেঙ্গু বা অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব না ঘটে সে লক্ষ্যে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বাসিন্দাদের কথা ভেবে পুরো এলাকায় মশকনিধন অভিযান পরিচালনা করেছি। এতে বাসিন্দাদের মাঝেও সচেতনতা তৈরি হবে এবং তারা নিজেদের বাসা-বাড়িকে সুরক্ষিত করতে কাজ করবে বলে আমরা আশা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার হাসানুল বান্না, একাউন্টস কর্মকর্তা জুনায়েদ হোসেন, লজিস্টিকস কর্মকর্তা কাজী জাহিদ ও জাহেদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।
Discussion about this post