তানভীর জাকারিয়া চৌধুরি
‘নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পাঠদান নির্ভর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি’, এমনটাই বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
এ প্রক্রিয়ারই ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত বিএলএম২-আইসিএম৪ কনফারেন্সের সহ-আয়োজক হলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড ইনোভেশন (সিরি), মালয়েশিয়ার টেলর’স ইউনিভার্সিটি ও শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব কেলানিয়া’র উদ্যোগে এবং এমারাল্ড পাবলিশিং এর সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এ কনফারেন্স। ১১ সেপ্টেম্বর বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে কনফারেন্সটি। এতে যোগ দিতে আগ্রহী গবেষকরা ১২ আগস্ট পর্যন্ত কনফারেন্সে রিসার্চ পেপার জমা দিতে পারবেন।
করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্র ব্যাপক সংকট ও পরিবর্তনের মুখোমুখি হয়েছে। বর্তমান পরিস্থিতি ক্রমবর্ধমান বৈশ্বিক নির্ভরতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রয়োজনীয়তা এবং গবেষক, শিক্ষাবিদ, বিপণনকারী এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতা ও আলোচনার গুরুত্ব আলোকপাত করে এ বিষয়গুলোকে উপজীব্য করেই কনফারেন্সটির এবারের আসরের থিম সাজানো হয়েছে।
‘ব্রডেনিং দ্য হরাইজনস অব বিজনেস: গোইং বিয়ন্ড নরমাল’ শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে এবারের আসর। এতে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন সেন্ট্রাল ব্যাংক অব গাম্বিয়ার ডেপুটি গভর্নর ড. সিকু জাবি এবং ইউনিভার্সিটি অব মালায়ার ডিস্টিংগুইশড প্রফেসর ড. রাজা রাসিয়াহ।
ইডিইউর পাশাপাশি সহ-আয়োজক হিসেবে আরও আছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি, ভারতের এমিটি ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের লিভারপুল জন মুর’স ইউনিভার্সিটি, পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাজ্যের হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, আরব আমিরাতের গাল্ফ মেডিকেল ইউনিভার্সিটি, পোল্যান্ডের ইউনিভার্সিটি স্টেচিন, দক্ষিণ কোরিয়ার হুসং ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
এ সম্মেলনের সায়েন্টিফিক কমিটির সদস্য হিসেবে আছেন ইডিইউর স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মু. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মু. নাজিম উদ্দিন এবং স্কুল অব বিজনেসের লেকচারার ড. হাসান শাকিল। এ তিন গবেষককে অভিনন্দন জানিয়েছেন সাঈদ আল নোমান।
তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার পাশাপাশি এ ধরনের আয়োজনেও পিছিয়ে নেই আমরা। ইডিইউতেই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন ও জার্নাল প্রকাশ আমাদের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক গবেষণায় উৎসাহ প্রদানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ নানান উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়।
কনফারেন্সটি ২০২০ সালে অনুষ্ঠিত দুটো সম্মেলন বিজনেস, ল, ম্যানেজমেন্ট (বিএলএম) এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড মার্কেটিং (আইসিএএম) এর ধারাবাহিক কার্যক্রমেরই একটি বর্ধিত অংশ। সম্মেলন শেষে এখানকার নির্বাচিত প্রবন্ধগুলো প্রকাশ করবে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা এমারাল্ড পাবলিশিং।
Discussion about this post