নিজস্ব প্রতিবেদক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদেও নিয়োগ পেয়েছেন প্রফেসর মাহবুব-উল-হক মজুমদার। মঙ্গলবার (৯ আগস্ট) দ্বিতীয় মেয়াদে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
এর আগে গত ১ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবদুল হামিদ এর অনুমোদনক্রমে তাকে এই পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত পত্রের আলোকে বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে যোগদান পত্র তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।
প্রফেসর মাহবুব-উল-হক মজুমদার ২০০৫ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রকসহ অনেক গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন।
প্রফেসর মাহবুব ১৯৭০ সালে চট্টগ্রাম বিবিশ্ববিদ্যালয়ে ররসায়ন বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তিনি ২০০০-২০০৩ সাল পর্যন্ত জাতীয় বিবিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডীন এর দায়িত্ব পালন করেন।
সুদীর্ঘ শিক্ষকতা জীবনে প্রফেসর মাহবুব মেধা বৃত্তি, ইউনেস্কো ফেলোশিপ ও ব্রিটিশ কাউন্সিল বৃত্তি লাভ করেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন ফর দি এডভান্সমেন্ট অব সায়েন্সেস ও বাংলাদেশ কেমিক্যাল কাউন্সিল এর আজীবন সদস্য এবং আমেরিকান বায়োগ্রাফিক্যাল ইন্সটিটিউট এর পরামর্শক সম্পাদক হিসেবেও কাজ করছেন।
Discussion about this post