অনলাইন ডেস্ক
চট্টগ্রামে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ছাড়া মডার্না ও সিনোফার্মের প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্যবিভাগ কর্তৃপক্ষ। তবে কিছু টিকা মজুদ থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আজ বৃহস্পতিবারও (১২ আগস্ট) প্রথম ডোজ টিকা দেওয়া যাবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, জেনারেল হাসপাতালে করোনা টিকা কার্যক্রমে মডার্না ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অক্সেফোর্ড অ্যাস্ট্রেজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকা যথারীতি চলবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, মডার্নার টিকার মজুদ শেষ হওয়ায় আপাতত টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। অবশ্য অ্যাস্ট্রেজেনেকার দ্বিতীয় ডোজ চলবে। টিকা পাওয়া সাপেক্ষ টিকা কার্যক্রম আবারও চালু করা হবে।
জানা গেছে, নগরের সবকটি টিককেন্দ্রে টিকা কার্যক্রম বন্ধ থাকলেও উপজেলাগুলোতে আরও কয়েকদিন চলবে টিকা কার্যক্রম।
এদিকে টিকা কার্যক্রম বন্ধের ঘোষণার পরও বৃহস্পতিবার (১২ আগস্ট) জেনারেল হাসপাতালে সামনে ভিড় করেন শতাধিক মানুষ। তাদের দাবি, কোনোর রকম নির্দেশনা না দিয়েই হুট করেই বন্ধ করে দিয়েছে টিকা কার্যক্রম। এছাড়া টিকা বন্ধের ব্যাপারে কোনো প্রচারনাও ছিল না বলে অভিযোগ টিকা গ্রহীতাদের।
Discussion about this post