নিজস্ব প্রতিবেদক
এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ডিসেম্বরের শুরুতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি, এসএসসি নভেম্বরের মাঝামাঝি এবং এইচএসসি ডিসেম্বরের শুরুতে নিতে পারবো। আমাদের স্বাভাবিক প্রস্তুতি আছে। শিক্ষার্থীদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তার ওপর পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যদি বই পড়ে আর অ্যাসাইনমেন্টগুলো করে তাহলেই প্রস্তুতি হয়ে যাবে। সেভাবেই সবকিছু সাজানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি, পরীক্ষা নেওয়া সম্ভব। কেননা গত বছরের অভিজ্ঞতা, ওই সময়টায় সংক্রমণ কম ছিল। তাছাড়া টিকা দেওয়া হচ্ছে। কোনও কারণে যদি অনুকূল পরিস্থিতি তখনও না হয়, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সিদ্ধান্ত হয়, এবার উভয় পরীক্ষায় গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রণয়ন করা হবে।
ইতোমধ্যে আজ বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। চলতি বছর প্রথমবারের মতো একটি সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। পুরো কার্যক্রমটি চলবে অনলাইনে।
Discussion about this post