অনলাইন ডেস্ক
মহামারী করোনা সংক্রমণ রোধে কোভ্যাক্সের আওতায় আরো ৬ কোটি ডোজ করোনা টিকা পাবে বাংলাদেশ। আগামী ডিসেম্বরের মধ্যেই এ টিকা দেশে পৌছাবে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কোভ্যাক্স কী পরিমাণ টিকা দেবে, কয়টি চালানে কোন দেশের টিকা আসবে তার একটা হিসেব বাংলাদেশ সরকারকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ছয় কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ।’
বাংলাদেশ এই ছয় কোটি ডোজ টিকা সম্পূর্ণ বিনামূল্যে পাবে জানিয়ে তিনি আরও বলেন, বিনামূল্যে টিকা পাওয়ার পর কোভ্যাক্স থেকে আরও টিকা নিতে চাইলে সরকারকে আর্থিক মূল্য পরিশোধ করতে হবে।
বৈশ্বিক জোট গ্যাভির ওয়েবসাইটের তথ্য মতে, কোভ্যাক্স ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশকে ১৯০ কোটি টিকা বিতরণ করতে চায়, এর মধ্যে বাংলাদেশ পাবে ৬ কোটি টিকা। এ লক্ষ্যে কোভ্যাক্স এখন পর্যন্ত ১১টি টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে।
এদিকে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ১৫ হাজার টিকা পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মর্ডানা থেকে এসেছে ৫৫ লাখ টিকা, ফাইজার থেকে এসেছে ১ লাখ টিকা এবং চীনের সিনোফার্ম থেকে এসেছে আরও ৩৪ লাখ ৭১ হাজার টিকা। এছাড়াও ১৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে জাপান। সব মিলিয়ে কোভ্যাক্স থেকে এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ১ কোটি ৭ লাখ ১৫ হাজার টিকা। বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ মোট দুই কোটি ৯০ লাখ টিকা সংগ্রহ করেছে।
Discussion about this post