আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় করোনার ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় ফের বাড়ছে সংক্রমণ ও রোগী মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় ৮১৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। শুক্রবার এ তথ্য জানায় রয়টার্স।
তবে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত ছয় সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে।
গত জুলাই মাস থেকে রাশিয়ায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। মস্কোয় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। আর শুক্রবার পর্যন্ত মস্কোতে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৭৭ জন।
রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৫৭ হাজার ৬৮ জন এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৮৬৪ জন।
Discussion about this post