শিক্ষার আলো ডেস্ক
২০২০ সাল থেকে কোভিড-১৯ বিশ্বের প্রতিটি স্কুল, কলেজের শিক্ষার্থীদের ঘরমুখী করে তুলেছে। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে অনলাইনে আদিবাসী শিক্ষার্থীর ক্লাস নেয়ার ব্যবস্থা করেছে সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
১২ আগস্ট (বৃহস্পতিবার) এই শিক্ষা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এসএম মনোয়ার হোসেন এবং আমেরিকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন মাহির জামান।
অনলাইনে এই শিক্ষা ব্যবস্থায় ১০ টি ক্লাসের মাধ্যমে আদিবাসী শিশুদের ভিন্ন ভিন্ন বিষয়ে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহন করার সুযোগ রয়েছে এবং প্রতিযোগিতার ভিত্তিতে তাদের উৎসাহ প্রদানের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে চলমান ব্যাচে ১৫ জন আদিবাসী শিক্ষার্থী এই সুযোগ পাবেন।
আমেরিকা প্রবাসী শেখ মনিরুজ্জামানের ছেলে মাহিরজামানের সহযোগিতায় এই অনলাইন ক্লাস বাস্তবায়নে করছে লিডার্স।
Discussion about this post