তানভীর জাকারিয়া চৌধুরি
বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক ও স্বপ্নভঙ্গের দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এ দিনে তৎকালীন সামরিক বাহিনীর একদল বিপথগামী সদস্যের বেপরোয়া ও কাপুরুষোচিত হামলায় সপরিবারে নিহত হন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৫ আগস্টের সকল শহিদকে স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালনোপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় বিশেষ কর্মসূচি। ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। এরপর সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় মিলিত হন বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সহস্র বছরের শোষণ-নিপীড়নের শিকার বাঙালি জাতির জাগরণের নায়ক হলেন বঙ্গবন্ধু। তাঁর চিন্তা-দর্শন ও ক্ষুরধার বক্তৃতা এবং দৃঢ়তা সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। বঙ্গবন্ধু আপস করেননি, জেল-ফাঁসিকে ভয় পাননি। তাঁর এ অকুতোভয় ব্যক্তিত্ব হয়ে ওঠে বাঙালির জাগরণের প্রতীক।
স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. রকিবুল কবিরের সভাপতিত্বে ও রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা। স্বাগত বক্তব্য দেন প্রক্টর মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন শহীদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক অনন্যা নন্দী, চন্দন বিকাশ ত্রিপুরা প্রমুখ।
Discussion about this post