নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে ১ম স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ১৪ আগস্ট অনলাইনে দিনব্যাপী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ফলাফল আজ সোমবার (১৬ আগস্ট) প্রকাশ করা হয়।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্বে বিজয়ীরা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ প্রতিবছর আইসিপিসি প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে আসছে এবং আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে একাধিকবার অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে সমুন্নত রেখেছে।
Discussion about this post