নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ আগস্ট) সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পরিচালক ড. বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনার পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামী ৪, ৫, ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে, গত মার্চ মাসে এক সভার প্রেক্ষিতে ১৪ জুন ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ২০ মে করোনা বিরূপ পরিস্থিতির ফলে সময় পিছিয়ে আগস্টে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু একই কারণে টানা দু-ধাপ পিছিয়ে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রেখেছিল কর্তৃপক্ষ।
Discussion about this post