খেলাধূলা ডেস্ক
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। যেখানে রাখা হয়েছে ১৮ জন ক্রিকেটারকে। জায়গা পাননি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও শাস্তিতে থাকা তিন ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা ও কুশল মেন্ডিস।
চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রীয় চুক্তির নানান শর্ত নিয়ে বোর্ডের সঙ্গে শীর্ষ ক্রিকেটারদের বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে দেশের অন্তত ৩৫ জন ক্রিকেটার জানিয়ে দেন তারা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করবেন না। যে কারণে বছরের ৭ মাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করতে পারেনি এসএলসি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা
ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিসাঙ্কা, লাহিরু থিরিমান্নে, দুশমন্থ চামিরা, দিনেশ চান্দিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আসেন বান্দারা এবং আকিলা ধনাঞ্জয়া।
Discussion about this post