নিজস্ব প্রতিবেদক
২০২২ শিক্ষাবর্ষের জন্য ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল এবং কারিগরি স্তরের জন্য ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৮৪০ কপি বই কিনবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ৭ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এসব বিষয়ে অনুমোদন দেয়া হয়।
১১টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এসব বই কেনা হবে। এছাড়া ৯০ হাজার টন সার আমদানি করা হবে। এদিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল আদায়ের কাজ পেয়েছে কোরিয়ান কেটিসি কোম্পানি।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামের তিন জেলার প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনসহ ৮টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৯৬ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী কামাল বলেন, মন্ত্রীসভা কমিটি মুদ্রণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অধীনে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে।
তিনি বলেন, ইবতেদায়ি (১ম ও ২য় শ্রেণী), মাধ্যমিক (বাংলা ও ইংরেজি সংস্করণ), দাখিল (৬ষ্ঠ ও ৮ম শ্রেণী) এবং কারিগরি (বাণিজ্য) শিক্ষার জন্য ১ কোটি ৭ লাখ ৫২ হাজার ৮৪০ কপি টেক্সট বই ছাপা, বাঁধাই ও সরবরাহ করা হবে। এতে ব্যয় হবে প্রায় ২৫ কোটি ৭ লাখ টাকা।
Discussion about this post