আন্তর্জাতিক ডেস্ক
আফগানদের প্রবেশ ঠেকানোর জন্য তুরস্ক লাগোয়া সীমান্তে ৪০ কিলোমিটার জুড়ে প্রতিরক্ষা বেষ্টনী দিয়ে নিরাপত্তা জোরদার করেছে গ্রিস।
শুক্রবার দেশটির নাগরিক সুরক্ষামন্ত্রী মিচালিস ক্রিসোচোইডিস বলেন, আমরা বিরুপ প্রভাবের জন্য অপেক্ষা করতে পারি না। আমাদের সীমানা অলঙ্ঘনীয় থাকবে। খবর বিবিসির।
তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন তুরস্ক ইউরোপের দেশগুলোকে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছে।
যদিও টেলিফোনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, আফগানিস্তান ত্যাগ করা মানুষের সংখ্যা বাড়ছে, যা আমাদের সবার জন্য কঠিন চ্যালেঞ্জের বিষয়।
আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর বহু মানুষ দেশ ছাড়ছে। বিশেষ করে ২০ বছর ধরে তালেবান বাহিনী ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সঙ্গে যুদ্ধ চলাকালে যারা দোভাষী ছিলেন। তালেবান ক্ষমতায় আসার পর তারা এখন জীবন বাঁচানোর তাগিদে দেশ ছাড়ছেন।
Discussion about this post