খেলাধূলা ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে হারের মাধ্যমে মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি জয়ের ধারায় ফিরলো গোল উৎসব করে। শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদে নরিচ সিটিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।
দুই মৌসুম মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল সিটিজেনরা। ম্যাচের সবটুকু আলো ছিল ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা ছেড়ে আসা জ্যাক গ্রিলিশের ওপর। সিটিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন এই তারকা।
ম্যাচের শুরুতেই ৭ মিনিটের মাথায় নরউচ গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিলিশ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে এমেরিক লাপোর্তের গোলে ৩-০ করে ম্যান সিটি। ৭ মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রহিম স্টার্লিং। ৮৪ মিনিটে দলের পঞ্চম গোলটি করে নরিচের কফিনে শেষ পেরেক ঠুকেন রিয়াদ মাহরেজ।
এই জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। দিনের প্রথম ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারানো লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।
Discussion about this post