নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। রোববার (২২ আগস্ট) ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
অ্যাসাইনমেন্টের নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির মতো ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরও অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।
অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত শিখনফল মূল্যায়ন করা হবে। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।
অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post