শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ থেকে রাশিয়াগামী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, যেসব শিক্ষার্থী চলতি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং রাশিয়ান ভিসা প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করবেন।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ গ্রহণের পর ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে ভিসা প্রদানের অনুরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
Discussion about this post